কসর বা মুসাফিরের নামায আদয়ের নিয়ম

তিন ক্রোশ (৪৮ মাইল) বা তার চেয়ে বেশী দূরে গমনের নিয়ত করিয়া বাড়ি হইতে বাহির হইলে তাহার কসর নামায পড়িতে হয়ে এবং সে মুসাফির বলিয়া গণ্য হইবে । জায়গা মত পৌছিয়া যদি ১৫ দিন বা তার বেশি দিন অবস্থানের নিয়ত করে, তবে সে ‘মুকীম’ হইয়া যায় তাহার পুরা নামায পড়িতে হইবে । কসর পড়িতে হইবে না । যদি সে ১৫ দিনের নিয়ত না করে, সে অবস্থায় যতদিন কাটাইবে ততদিন সে ‘মুসাফির’ থাকিবে এবং তাহাকে কসর নামায পড়িতে হইবে ।

কসর নামায চারি রাকাআতের স্থলে দুই রাকাআত পড়িতে হয় । তিন রাকাআত বা দুই রাকাআত যেমন : মাগরিবের ও ফজর পূর্ণ-ই পড়িতে হইবে ।

১. মুসাফির ব্যক্তি মুকীমের পিছনে নামায পড়িলে তাহার এক্তেদা করিবে অর্থাৎ পূর্ণ নামায আদায় করিবে ।

২. মুসাফিরের পিছনে মুকীম এক্তেদা করিলে মুসাফির ইমাম দুই রাকাআত পড়িয়া নামায শেষ করিবে অর্থাৎ কসর পড়িবে । মুকীম মোক্তাদীগণ দাঁড়াইয়া বাকি নামায আদায় করিবে, উহাতে সূরা কেরাত পড়িতে হইবে না ।

৩. মুসাফির ইমাম হইলে সে ‘মুকীম’ মোক্তাদীগণকে জানাইয়া দিবে যে সে মুসাফির এবং কসর নামায পড়িবে ।

৪. মুসাফির জানিয়া শুনিয়া কসর নামায না পড়িলে গুনাহগার হইবে ।

Previous
Next Post »