সোবহে সাদিকের পর সেহরী খাওয়া

রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “বেলালের আযান যেন তোমাদেরকে সেহরী খাওয়া হতে বিরত না করে । কেননা, সে অধিক রাত থাকতে আযান দেয়

(তাহাজ্জুদের জন্য অথবা তাহাজ্জুদের জন্য জাগ্রত করার উদ্দেশ্যে বা তাহাজ্জুদ হতে সেহরীর প্রতি মনোযোগ আকর্ষণের জন্য ) ।

সুতরাং তার অাযান শুনে তোমরা পানাহার করবে যতক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুমের আযান না শুন 

(সে আযান দিলে আর তোমরা পানাহার করো না) ।

কারণ, সে সোবহে সাদিকের সময় আযান দেয় ।

Previous
Next Post »