যুবক সম্পর্কীয় স্বপ্ন দেখা ও ফলাফল

১. যুবক স্বপ্নে দেখার অর্থই হল ব্যক্তির শত্রু । যুবকের রং যদি সাদা বা উজ্জ্বল হয়, হবে গোপন শত্রু হবে । আর যদি কাল হয়, তবে প্রকাশ্য [ধনী] শত্রু হবে । আর যদি আকর্ষণীয় লাল ও হলদে রং হয়, তবে বৃদ্ধ শত্রু হবে । যদি কাঠিন্য হয়, তবে বিশ্বস্ত শত্রু হবে । যদি গ্রাম্য যুবক হয়, তবে কঠোর শত্রু হবে । যদি শক্তিশালী যুবক হয়, তবে শত্রুতার দিক দিয়েও শক্তিশালী হবে । যদি অপরিচিত বা পরিচিত হয়, তবে শত্রু হুবহু তাই হবে ।

২. যদি কেউ স্বপ্নে দেখে যে, কোন যুবক তার পিছনে লাগছে, তবে সে তাকে কল্যাণ ও মঙ্গলে সমৃদ্ধ করতে পারে ।

৩. আর যদি কেউ স্বপ্নে দেখে যে, কোন যুবক তার দিকে তাকাচ্ছে, তবে সে নিজেই তার উপর শক্তিশালী হবে এবং জয়ী হবে ।

৪. যদি কেউ স্বপ্নে বৃদ্ধকে যুবকে পরিণত হতে দেখে, তবে এর ব্যাখ্যায় মতভেদ রয়েছে । কেউ বলেন, তার জন্য নিত্য-নতুন আনন্দ দেখা দিবে । কেউ বলেন, তার দ্বীন অথবা দুনিয়াতে মারাত্মক ক্ষতি দেখা দেবে । কেউ বলেন সে মারা যাবে । কেউ বলেন, উক্ত স্বপ্ন তার লোভের প্রতি ইংগিত করে । কেননা বৃদ্ধের দিল আশা-আকাংক্ষা ও লোভের প্রতি যুবকের দিলের মতই ঝুকে পড়ে ।

৫. যদি কেউ অপরিচিত যুবককে স্বপ্নে দেখে এবং তাকে শত্রু ভাবাপন্ন মনে করে, তবে সে তার ঘৃণ্য শত্রুতে পরিণত হবে আর যদি সে তাকে ভালবাসে, তবে তার বন্ধু শত্রুতে পরিণত হবে ।

Previous
Next Post »